ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শ্রীমঙ্গলে মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত কোটচাঁদপুর প্রবল স্রোতে ভেঙ্গে পড়েছে বাঁশের সাঁকো রোববার কুলাউড়ায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার শহরে দোকান ভেঙে নগদ টাকা সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরি মৌলভীবাজারে ঔষধের ডিপোতে ডা/কা/তি/র ঘটনায় গ্রে/ফ/তা/র – ২ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা লাইসিয়াম ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক রাজিব এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৬তম পালাবদল অনুষ্ঠিত এক-এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না: ইকবাল করিম ভূইয়া

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৬তম পালাবদল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৮৫ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৬তম পালাবদল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ মে) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে এ পালাবদল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. এড. সমিউল আলম। বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আখতার হোসেন খান।

সম্মানিত অতিথি ছিলেন পিডিজি-৪ এপে. এড. জালাল উদ্দিন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাবিবুন্নবী শাহেদ, এপেক্স ক্লাব অব সিলেটের অতীত সভাপতি এপে. মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপে. শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি এপে. সিরাজুল ইসলাম, অতীত সভাপতি এপে. রাজু আহমেদ, অতীত সভাপতি হাবীবুর রহমান, অতীত সভাপতি এপে. আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি এপে. এড.মোহাম্মদ সলমান উদ্দিন,এপেক্স ক্লাব অব গ্রীণহিলসের সভাপতি এপে.হোসাইন আহমদ, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউর প্রেসিডেন্ট এপে. উমর ফারুক, অতীত সভাপতি এপে. তাজুল ইসলাম, অতীত সভাপতি এপে. আনিসুর রহমান শিপলু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পাপলু পাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আল আমীন তালুকদার,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপে. আব্দুর রহিম,এপেক্স ক্লাব অব সুরমা ভিউ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. হাফিজ শাহ আদনান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পান্না চন্দ্র নাথ।

পালাবদল অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী সভাপতি এপে. নোমান আহমদ ২০২৫ বর্ষের সভাপতি এপে. হাসান আহমদ কে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-০৪ এর গভর্নর এপে. এড. জয়ন্ত চন্দ্র ধর।

পালাবদল কমিটির চেয়ারম্যান এপে. নাজিম উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুর রহমান, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপে. শামীম আহমদ, ট্রেজারার এপে. স্বপন তালুকদার, সার্ভিস ডিরেক্টর এপে. মিজানুর রহমান বাবলু, এপে. সোহেল আহমদ, এপে. হাবীবুর রহমান হাবীব, এপে. গৌছ উদ্দিন,এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সেক্রেটারি এপে. ইফতেখার হোসেন শামীম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৬তম পালাবদল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

জুড়ী প্রতিনিধি জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৬তম পালাবদল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ মে) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে এ পালাবদল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. এড. সমিউল আলম। বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আখতার হোসেন খান।

সম্মানিত অতিথি ছিলেন পিডিজি-৪ এপে. এড. জালাল উদ্দিন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাবিবুন্নবী শাহেদ, এপেক্স ক্লাব অব সিলেটের অতীত সভাপতি এপে. মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপে. শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি এপে. সিরাজুল ইসলাম, অতীত সভাপতি এপে. রাজু আহমেদ, অতীত সভাপতি হাবীবুর রহমান, অতীত সভাপতি এপে. আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি এপে. এড.মোহাম্মদ সলমান উদ্দিন,এপেক্স ক্লাব অব গ্রীণহিলসের সভাপতি এপে.হোসাইন আহমদ, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউর প্রেসিডেন্ট এপে. উমর ফারুক, অতীত সভাপতি এপে. তাজুল ইসলাম, অতীত সভাপতি এপে. আনিসুর রহমান শিপলু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পাপলু পাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আল আমীন তালুকদার,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপে. আব্দুর রহিম,এপেক্স ক্লাব অব সুরমা ভিউ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. হাফিজ শাহ আদনান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পান্না চন্দ্র নাথ।

পালাবদল অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী সভাপতি এপে. নোমান আহমদ ২০২৫ বর্ষের সভাপতি এপে. হাসান আহমদ কে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-০৪ এর গভর্নর এপে. এড. জয়ন্ত চন্দ্র ধর।

পালাবদল কমিটির চেয়ারম্যান এপে. নাজিম উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুর রহমান, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপে. শামীম আহমদ, ট্রেজারার এপে. স্বপন তালুকদার, সার্ভিস ডিরেক্টর এপে. মিজানুর রহমান বাবলু, এপে. সোহেল আহমদ, এপে. হাবীবুর রহমান হাবীব, এপে. গৌছ উদ্দিন,এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সেক্রেটারি এপে. ইফতেখার হোসেন শামীম প্রমুখ।