ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ২০ সেপ্টেম্বর: তৃণমূলে উৎসাহ-উচ্ছ্বাস এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা লন্ডনের আকাশে অশ্রুর স্রোত,স্মৃতির মশালে এম সাইফুর রহমান মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যাগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল ভোটে জয়ী শিবিরের সাদিক-ফরহাদ-মহিউদ্দিন মৌলভীবাজার সরকারি ১২০ শতক জমি উদ্ধার করল জেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে একাটুনা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গ/লা/কা/টা লা/শ উ দ্ধা র কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে : জেলা প্রশাসক কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রে/ফ/তা র -২

ছি ন তা ই য়ে র নাটক ছি ন তা ই কৃ ত টাকাসহ গ্রে ফ তা র -২ 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৩৯১ বার পড়া হয়েছে

বিকাশের ডিএসও খলিলুর রহমান আক্তারের আর্থিক সংকটে টাকার প্রয়োজন। ঋণগ্রস্থ খলিলুর টাকার চাহিদা পূরণে তারই সহকর্মী সাইদুল ইসলামের সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করে।

এই ঘটনায় ছিনতাই নাটকের দুই পরিকল্পনাকারীকে ছিনতাইয়ের ২ লক্ষ ২১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রীজের উপর গত ০৪ জুন সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় ছিনতাইয়ের একটি ঘটনা সংঘটিত হয়েছে মর্মে আমরা সংবাদ পাই।

বিকাশ ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তার মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের পথে রওনা হন। পথিমধ্যে তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরি দ্বারা আঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার গভীর তদন্ত শুরু করা হয়। তদন্তে বের হয়ে আসে, প্রকৃতপক্ষে ঘটনার পেছনে ছিল পূর্বপরিকল্পিত নাটক।

বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলাম (৩৫), পিতা-নুর মিয়া, সাং-সিরাজনগর, এর সঙ্গে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে আঘাত করে ২,২১,০০০/- (দুই লক্ষ একুশ হাজার) টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন করে। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছি ন তা ই য়ে র নাটক ছি ন তা ই কৃ ত টাকাসহ গ্রে ফ তা র -২ 

আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

বিকাশের ডিএসও খলিলুর রহমান আক্তারের আর্থিক সংকটে টাকার প্রয়োজন। ঋণগ্রস্থ খলিলুর টাকার চাহিদা পূরণে তারই সহকর্মী সাইদুল ইসলামের সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করে।

এই ঘটনায় ছিনতাই নাটকের দুই পরিকল্পনাকারীকে ছিনতাইয়ের ২ লক্ষ ২১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রীজের উপর গত ০৪ জুন সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় ছিনতাইয়ের একটি ঘটনা সংঘটিত হয়েছে মর্মে আমরা সংবাদ পাই।

বিকাশ ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তার মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের পথে রওনা হন। পথিমধ্যে তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরি দ্বারা আঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার গভীর তদন্ত শুরু করা হয়। তদন্তে বের হয়ে আসে, প্রকৃতপক্ষে ঘটনার পেছনে ছিল পূর্বপরিকল্পিত নাটক।

বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলাম (৩৫), পিতা-নুর মিয়া, সাং-সিরাজনগর, এর সঙ্গে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে আঘাত করে ২,২১,০০০/- (দুই লক্ষ একুশ হাজার) টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন করে। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়।