মৌলভীবাজারে মৃৎনাট্য’র আয়োজনে দু’দিনব্যাপী অভিনয় কর্মশালা

- আপডেট সময় ০৫:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন মৃৎ নাট্য’র এক বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করে দু’দিনব্যাপী অভিনয় কর্মশালা।
১৮ ও ১৯ জুলাই এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বটবলা’র সিইও, দেশ বরেণ্য নাট্যকর্মী কাজী রোকসানা রুমা।
কর্মশালায় অংশ গ্রহণ করেন স্কুল-কলেজে পড়–য়া বিভিন্ন বয়সের ২৫ শিশু-কিশোরসহ যুবক-যুবতী। গত শুক্রবার সকাল ১০টায় দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জাসাস জেলা কমিটির আহবায়ক শামসুল ইসলাম রাসেল।
এ সময় সাংস্কৃতিক সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও পৃষ্ঠপোষক সদস্যরা উপস্থিত ছিলেন। অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক। গত শনিবার অংশগ্রহণকারীদের সনদ প্রদান ও সমাপণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃৎনাট্যেও সভাপতি শামসুল আরেফিন চৌধুরী। এ সময় সংগঠনটির প্রধান নির্বাহী শাহীন ইকবাল এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কালচার্যাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সংগঠনটির উপদেষ্টা সালেহ আহমদ খান, নূরুল ইসলাম, খছরু চৌধুরী, ধীরাজ ভট্টাচার্য, মামুনুর রশীদ, পৃষ্ঠপোষক আজিজুল হক সেলিম, সৈয়দ মেহবুব, কবি মমতাজ মম, প্রশিক্ষণ গ্রহণকারী আবু তালেব চৌধুরী প্রমুখ।
