শিক্ষার্থীদের পাঠগ্রহণের অগ্রগতি, উপস্থিতি ও শিক্ষার গুণগত মান বিষয়ে খোঁজখবর নেনন – জেলা প্রশাসক

- আপডেট সময় ০৬:০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরেে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) পরিদর্শনকালে শিক্ষার্থীদের পাঠগ্রহণের অগ্রগতি, উপস্থিতি ও শিক্ষার গুণগত মান বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য কয়েকটি দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় তিনি বিছু দিক নির্দেশনা দেন, শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারে উদ্বুদ্ধ করা,পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া,শ্রেণিকক্ষে আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিত করা,শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শ্রদ্ধা, সহানুভূতি ও ভালোবাসার পরিবেশ বজায় রাখা,পাঠ্যপুস্তক যথাযথভাবে উপস্থাপন ও ব্যাখ্যার মাধ্যমে পাঠদান করা,বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ ও আঙিনা নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও পাঠদানের মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করে করেন অভিভাবক মহল।
