গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হ/ত্যা: মৌলভীবাজার২৪ ডট কমের তীব্র নিন্দা ও প্রতিবাদ

- আপডেট সময় ১১:১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হ/ত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কম।
শুক্রবার (৮ আগস্ট) সকালে সম্পাদক ও প্রকাশক মোঃ মাহবুবুর রহমান রাহেল এক বিবৃতি এ প্রতিবাদ জানান।
জানা গেছে, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।
মোঃ মাহবুবুর রহমান রাহেল বলেন, সাংবাদিকের উপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা ও হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
