ষড়যন্ত্রে বিএনপি দমবে না, অবাধ নির্বাচনে জনগণের বিজয় হবেই: ফয়জুল করিম ময়ূন

- আপডেট সময় ০৫:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৮২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর জুলুম-নির্যাতনের মধ্যেও বিএনপি আন্দোলন সংগ্রামে টিকে আছে, ইনশাআল্লাহ আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
বুধবার (২০ আগস্ট) মৌলভীবাজার শহরের বেড়িরপারে জেলা ট্যাংকলরী, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ময়ূন বলেন, “পলাতক হাসিনার দল আওয়ামী লীগ যেমন দমন-নিপীড়ন ও লুটপাট করেছে, বিএনপি ক্ষমতায় গেলে তা করবে না। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। ফলে গত সাড়ে পনের বছরে মৌলভীবাজার উন্নয়ন থেকে পিছিয়ে গেছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক এমপি এম নাসের রহমানের আমলে যত উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলোর সংস্কার কাজও করতে পারেনি।”
তিনি আরও বলেন, “শহর-গ্রাম সর্বত্র সাইফুর রহমান ও নাসের রহমানের উন্নয়নকাজের সাইনবোর্ড আজও মানুষের চোখে পড়ে। কিন্তু আওয়ামী লীগের কোনো দৃশ্যমান উন্নয়ন নেই। শহর ও গ্রামের রাস্তাঘাট ভাঙাচোরা, মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। আওয়ামী লীগ এসব সংস্কার কাজ পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে, নতুন উন্নয়ন তো দূরের কথা।”
বিএনপি নেতা ময়ূন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, “মৌলভীবাজারে কৃষি উৎপাদন বাড়াতে তাঁর উদ্যোগে মনু ব্যারেজ নির্মাণ করা হয়। এটি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী প্রকল্প। এর ফলে মৌলভীবাজার-রাজনগরের মানুষ আজ তিন ফসলী জমি করছে। শীত মৌসুমে ব্যারেজ থেকে পানি ছাড়ার কারণে কৃষকরা খাল-বিলে চাষাবাদ করতে পারছেন। শহীদ জিয়ার অবদানের কারণেই এ অঞ্চলের হাওরে তিন ফসল উৎপাদন সম্ভব হয়েছে। এমনকি জিয়াউর রহমান এই মনু ব্যারেজের কারণে মৌলভীবাজার পৌরসভা ভূ-উপরিস্থ পানি প্রকল্প বিএনপি সরকার করে দিয়েছে যার জন্য মৌলভীবাজার পৌর সভার নাগরিক সু-পেয় পানি পান করতে পারছেন। ”
সভায় সমিতির সভাপতি সেজুল আহমদের সভাপতিত্বে ও ইমরান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদুর রহমান অদুদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও সহ-সভাপতি বাছিত মিয়া।
