ব্রেকিং নিউজ  
                            
                            মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা আর চলবে না
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৭৩১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ সুপার আরও বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।
তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
এছাড়া, রেজিস্ট্রেশনবিহীন/ON TEST সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে।
শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে ট্রাফিক আইন মেনে চলুন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			

















