তিন দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

- আপডেট সময় ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে তিন দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ সিলেটের খাদিম নগরের ব্র্যাক লার্নিং সেন্টারে শুরু হয়।
শনিবার (৩০ আগষ্ট) বিকেলে সমাপনী দিনে আংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন পি এফজি মৌলভীবাজারের কো অর্ডিনেটর খালেদ চৌধুরী, এম্বাসেডর ফখরুল ইসলাম, এম্বাসেডর শেখ মাহমুদুর রহমান,
হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক তনুজা কামাল, মনির হোসেন, নাজমুল হুদা মিনা ও সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা চৌধুরী।
এ কর্মশালা অনুষ্ঠিত হয় মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি প্রকল্পের আওতায়, যা বাস্তবায়ন করছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
তিন দিনের প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন তনুজা কামাল, মনির হোসেন, নাজমুল হুদা মিনা।
সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা টৌধুরী।
প্রশিক্ষণে মৌলভীবাজার পিএফজির ৩০জন অংশগ্রহণ করেন।
সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখার বিভিন্ন কৌশল নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। আগামী ৩ মাসের জন্য বিভিন্ন চুড়ান্ত করা হয়।
