পূজা উদযাপন কমিটির সাথে মৌলভীবাজার পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর, রাত ৯ টায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করে মৌলভীবাজার পৌর জামায়াত। অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সভায় জেলা, পৌরসভা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ।
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মো: আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মৌলভীবাজার-২ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলার সাধারণ সম্পাদক মহিম দে মধু, জেলা সহ সভাপতি অধ্যাপক দেবতোষ সিং চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আজিজ আহমদ কিবরিয়া, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, জেলা শিবির সেক্রেটারি মুহসিন আহমদ, ৪ং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মোক্তাদির হোসাইন, শহরের চৌমুহনার শ্রীশ্রী কালীবাড়ি পুজা মন্ডপের সভাপতি শ্রী সন্তোষ পাল দেব ও সাধারণ সম্পাদক শিপলু দাস, রামকৃষ্ণ মিশন রোডের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সমিতি পূজা মন্ডপের সভাপতি শ্রী রিঙ্কু চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শ্রী করুনা ব্যানার্জি, পশ্চিম বাজারের শ্রীশ্রী দুর্গাবাড়ি পূজামন্ডপের সভাপতি সিতেশ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক নিরাপদ রায়, সৈয়ারপুরের শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়া পূজা মন্ডপের সভাপতি কাজল কান্তি দাস ও সাধারণ সম্পাদক আদিত্য পাল ও ভাস্কর পাল, সৈয়ারপুর মাঝের হাটি সড়কের সৎসঙ্গের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আশীষ রায়, মধ্যপাড়ার সুহৃদ সংস্থ পূজা মন্ডপের সভাপতি অমলেন্দু দেব রায় সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ রায় অভি, ফরেস্ট অফিস রোডের আবাহন পূজা মন্ডপের সভাপতি সন্তোষ কান্তি দাস ও সাধারণ সম্পাদক বাবুন দেবনাথ, সৈয়ারপুর স্কুল রোডের দশপূজা পূজামন্ডপের সভাপতি ডা: বাবুল চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক এড: পূর্ণেন্দ্র মিত্র, পূর্ব গির্জা পাড়ার শিল্পী সংঘ পূজা মন্ডপের সভাপতি গৌরাঙ্গ দাশ ও সাধারণ সম্পাদক শ্রী দ্বিজেন্দ্র দাস, ফরেস্ট অফিস রোড, সৈয়ারপূরের ত্রিনয়নী শিববাড়ির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক তাই পাল এবং নয়ন কর, সৈয়ারপুর স্কুল রোডের নবরূপা সংঘ পূজামন্ডপের সভাপতি রঞ্জিত দাস ও সাধারণ সম্পাদক শিব শংকর পাল পিয়াল, পুরাতন হাসপাতাল রোডের শতরুপা জুয়েলার্স পূজামন্ডপের সভাপতি সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক গোপাল রায়, চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন যুব সংঘ পূজামন্ডপের সভাপতি রতন বাসকর এবং সাধারণ সম্পাদক রাহুল লস্কর ও ধ্রুব বাস্কর শাওন, বারোইকোনার গৌরী সার্বজনীন পূজামন্ডপের সভাপতি আখিল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক পুরঞ্জন সূত্রধর, কাশীনাথ স্কুল মাঠের মহেশ্বরী’র সভাপতি দোলন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক কাঞ্চন লৌহ যাদবেন্দ্র রায় বাবু প্রমুখ।
সভায় জামায়াত নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটিকে অনেক ব্যস্ততার পর সংগঠনের আহবানে সাড়া দেয়ার জন্য শুভেচ্ছা জানান। জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান এক আনন্দঘন পরিবেশে, সৌহার্দ্য ও আন্তরিকতার এক উজ্জ্বল নিদর্শন পরিলক্ষিত হয়।
সভা শেষে উভয় পক্ষই মৌলভীবাজার জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন দুর্গাপূজার নির্বিঘ্নে সফল করতে পরস্পরের সহযোগিতা কামনা করেন।
