সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট সময় ১১:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম উপলক্ষে আলোচনা সভা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্র জমিয়ত বাংলাদেশ সদর উপজেলার উদ্যাগে জামেয়া রহমানিয়া মাদ্রাসা হল রিমে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, ফয়সল হাসান সিনিয়র সহ সভাপতি ছাত্র জমিয়ত সদর উপজেলা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন, মাওলানা শায়খ জামিল আহমদ আনসারী দা:বা: সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলামীয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল হক সুরাইহাটি, কেন্দ্রীয় উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রশিক্ষণ প্রদান করেন, মাওলানা জাফির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব জমিয়ত।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা রশিদ আহমদ হামিনী (সহ-সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলা),মুফতি আশরাফুল হক (যুগ্ন সাধারণ সম্পাদক), মৌলভীবাজার সদর উপজেলা), মুফতী শিহাব উদ্দিন আহমদ (সহ-সাধারণ সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা),মাওলানা জয়নুল হক (সভাপতি পৌর সাখা) প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফরহাদ হাসান, সিনিয়র সহ সভাপতি,ছাত্র জমিয়ত বাংলাদেশ সদর উপজেলা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফিজ সায়েম আহমদ, সাধারণ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ, মৌলভীবাজার সদর উপজেলা।
