ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
১২ অক্টোবর থেকে মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন এম. নাসের রহমান মৌলভীবাজার পূজা মন্ডপে মিষ্টি উপহার পাঠালেন পৌর বিএনপির সভাপতি সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের পূজা মণ্ডপ পরিদর্শন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলায় কমিটি গঠন মৌলভীবাজার সদর উপজেলা গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় দখলে বিলিন হচ্ছে খেলার মাঠ; প্রশাসন নিরবতা পালন করছে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষ রোপন ও সংবাদকর্মীদের মাঝে চারা বিতরণ কুলাউড়ায় নতুন সংগঠন এর আত্মপ্রকাশ মৌলভীবাজারে প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

মৌলভীবাজারে প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার; শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক মহাসমারোহ—যেখানে মিলেমিশে থাকে আনন্দ আর সম্প্রীতি। এ উৎসবকে আরও বর্ণিল করে তুলতে এগিয়ে এলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

তিনি ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলা সদরের প্রতিটি পূজা মণ্ডপে ৫০ কেজি চাল, ৫০ কেজি ডাল ও ৫ লিটার তেল উপহার হিসেবে পৌঁছে দেন। তাঁর প্রতিনিধিদের মাধ্যমে এই সামগ্রী পূজা উদ্যোক্তাদের হাতে হস্তান্তর করা হয়।

উপহার গ্রহণকালে মণ্ডপ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ কেবল উৎসবের আনন্দই বাড়ায় না, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

জাকির উজ্জ্বল বলেন—
“দুর্গাপূজা আজ আর শুধু সনাতন ধর্মাবলম্বীদের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সামগ্রিক সংস্কৃতির মিলনমেলা।”
জাকির হোসেন উজ্জ্বল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব সময় বাংলাদেশকে একটি শান্তুি সমৃদ্ধির দেশ হিসাবে নির্মাণের স্বপ্ন হিসেবে দেখে আসছেন। আমরা তাঁর সৈনিক হিসেবে কেবল সেই দায়িত্ব পালন করছি মাত্র।

পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ। স্থানীয়রা বলছেন, জাকির হোসেন উজ্জ্বলের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

আপডেট সময় ১২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার; শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক মহাসমারোহ—যেখানে মিলেমিশে থাকে আনন্দ আর সম্প্রীতি। এ উৎসবকে আরও বর্ণিল করে তুলতে এগিয়ে এলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

তিনি ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলা সদরের প্রতিটি পূজা মণ্ডপে ৫০ কেজি চাল, ৫০ কেজি ডাল ও ৫ লিটার তেল উপহার হিসেবে পৌঁছে দেন। তাঁর প্রতিনিধিদের মাধ্যমে এই সামগ্রী পূজা উদ্যোক্তাদের হাতে হস্তান্তর করা হয়।

উপহার গ্রহণকালে মণ্ডপ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ কেবল উৎসবের আনন্দই বাড়ায় না, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

জাকির উজ্জ্বল বলেন—
“দুর্গাপূজা আজ আর শুধু সনাতন ধর্মাবলম্বীদের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সামগ্রিক সংস্কৃতির মিলনমেলা।”
জাকির হোসেন উজ্জ্বল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব সময় বাংলাদেশকে একটি শান্তুি সমৃদ্ধির দেশ হিসাবে নির্মাণের স্বপ্ন হিসেবে দেখে আসছেন। আমরা তাঁর সৈনিক হিসেবে কেবল সেই দায়িত্ব পালন করছি মাত্র।

পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ। স্থানীয়রা বলছেন, জাকির হোসেন উজ্জ্বলের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।