মৌলভীবাজার সদর উপজেলা গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়

- আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজাে২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেল সভাকক্ষে সদর উপজেলার ২৮ জন গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সাথে এ মতবিনিময় সভা শেষে সবাইকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সদর উপজেলা মাধ্যমিক অফিসার (একাডেমিক সুপারভাইজার) আলা উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেন,উপজেলা কৃষি অফিসার রবিন চৌধুরী।
এসময় সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, যতো দিন মৌলভীবাজার সদর উপজেলার দায়িত্বে থাকবও ততদিন জুলাই যোদ্ধাদের পাশে আছি এবং আপনাদের কোন প্রয়োজনে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চাইলে কখনও আমি বিরক্ত বোধ হবে না বরং খুশি হবও। তিনি সকল আহত যোদ্ধাদের প্রতি সমবেদনা জানান ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
