মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা

- আপডেট সময় ১১:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

“আস্থা” প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ অক্টোবর) সকালে গার্লস গাইড্ অ্যাসোসিয়েশন মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও সাংবাদিক নজরুল ইসলাম ।
সভা সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব মাধুরী মজুমদার।
সভায় বক্তব্য প্রদান করেন, অবসরপ্রাপ্ত শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, এড. মগবুল হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক প্রথম আলো আকমল হোসেন নিপু,প্রধান নির্বাহী ম্যাক বাংলাদেশ এস এ হামিদ,মাহবুবুর রহমান রাহেল জেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন,এহসানা চৌধুরি, মুন্না দেব রায় ও অপরাজিতা রায় প্রমুখ ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী হাসান তারেক ।
সার্বিক সহযোগিতা ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ শিহাবুল ইসলাম খান, মনিটরিং অফিসার আয়েশা আক্তার এবং ফিল্ড অফিসার শিপন দেব।
সভায় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে এবং নাগরিক প্লাটফর্মের সকল সদস্য নিজ উদ্যোগে সকল কাজ বাস্তবায়নের জন্য ঐক্যমত পোষণ করেন।
