মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

- আপডেট সময় ০৭:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এক বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার।
অনুষ্ঠানের শুরুতে কলেজের নতুন বর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এতে বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীনদের আগমনে জিয়া অডিটোরিয়ামে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা ও উন্নত জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, “তোমরা ১০ম মাধ্যমিক শেষ করে এখন পাবলিকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো। এখান থেকেই কম্পিটিশনের শুরু। ছাত্রশিবির তোমাদেরকে দুটি বিষয়ে গুরুত্ব দিতে বলবে- প্রথমত ধর্মীয় শিক্ষা, যার মাধ্যমে নৈতিকতা শেখা যাবে নৈতিকতার ব্যাপারে যাতে অসৎ সঙ্গ ত্যাগ করতে পারো, তা বিচক্ষণতার সাথে দেখবে কেননা অসৎ সঙ্গ একজন মানুষের সবচেয়ে বড় নৈতিক দূর্বলতা আর দ্বিতীয়ত হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। তবে এখানে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। কখনোই যাতে মোবাইল ফোন কারোর পড়ালেখায় ব্যাঘাত না ঘটায় সেদিকে লক্ষ রাখবে। সর্বোপরি এসব কিছু করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে তাকে সফল বলা যাবে না।”
তিনি আরও বলেন, “তোমরা পাবলিকে এসেছো কম্পিটিশন করবে এখন। তোমরা যাতে বুয়েট, মেডিকেল, পাবলিক ভার্সিটিতে চান্স পাও তার সর্বাত্মক সহযোগিতায় আছে ছাত্রশিবির, এমনকি চান্স পাওয়ার পরও যেকোনো সমস্যার সমাধানে ছাত্রশিবির তোমার অভিভাবকস্বরূপ থাকবে সবসময়।”
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সুমন আহমদের সঞ্চালনায় ও কলেজ সভাপতি আরাফাত আহমেদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে মৌসাসের পরিবেশনায় সঙ্গীত ও নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষের দিকে আগত নবীন শিক্ষার্থীদের গিফট বক্স প্রদান করা হয়।
