ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দূর্গাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৪ দফা লিফলেট বিতরণ করলেন মাহামুদা হাবিবা ব্র্যাকের ব্রাম্মনবাজার শাখা অফিসের উদ্বোধন উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষ ফুঁসে উঠার আগেই বিহিত ব্যবস্থা নি -আলহাজ হাফিজ সাব্বির আহমদ কোটচাঁদপুরে নতুন কুড়ি গানের প্রতিযোগিতায়  সেরা পাঁচে জায়গায় করে নিয়েছেন তরিতা মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ঢালিউড অভিনেত্রী তানজিন তিশা প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে: মৌলভীবাজারে প্রেমিক গ্রে ফ তা র

কোটচাঁদপুরে নতুন কুড়ি গানের প্রতিযোগিতায়  সেরা পাঁচে জায়গায় করে নিয়েছেন তরিতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর  প্রতিনিধিঃ নতুন কুড়ি গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গায় করে নিয়েছেন কোটচাঁদপুরের শেখ রোদসী রায়ানা (তরিতা)। এখন সেরা দশের স্বপ্ন সফল করার পথে হাঁটছেন সে। দোয়া প্রার্থনা করেছেন সবার কাছে।

জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে অনুষ্ঠানটি। ওই অনুষ্ঠানে নৃত্য,লোক সংগীত ও আধুনিক গানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন শেখ রোদসী রায়ানা (তরিতা)। সে কোটচাঁদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। তরিতা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক  বাবুল আক্তারের (টোকন)এর  মেয়ে।
সে তিনটি ইভেন্টে অংশ গ্রহন করে খুলনা বিভাগের প্রাথমিক বাছাইয়ে সেরা ৫ জনের ১ জন নির্বাচিত হয়েছেন। এখন সেরা দশের স্বপ্ন সফল করতে হাঁটছেন তরিতা। যেখানে অংশ গ্রহন করবেন দেশের ৮ বিভাগের ৪০ জন প্রতিযোগী। সফল হতে দোয়া চেয়েছেন সবার কাছে।

বাবুল আক্তার (টোকন) বলেন,ছোট বেলা থেকে তরিতা সাংস্কৃতিক মনা। সে কারনে আমরাও অনেক সাপোর্ট দিয়েছি। তাঁর প্রথম হাতে খড়ি কোটচাঁদপুর মিতালী সংগীত একাডেমিতে। এখানে সে ৩/৪ বছর বয়স থেকে গান শেখেন। তাঁর প্রথম সংগীত গুরু খাজা সামাদ উল্লাহ্ টুটুল।
তিনি বলেন,সে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছড়া গানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সেখানে তরিতা ১ম স্থান লাভ করেন। ২০২৪ সালে শিল্প কলা একাডেমি থেকে লোকগানে জপলাতে  অংশ গ্রহন করে ১ম হয়েছিল।  তবে জাতীয় পর্যায়ে  এখনও  শেষ  হয়নি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ২০২৪ লোক গানে জেলা পর্যায়ে ২য় স্থান এবং নৃত্যে ১ ম স্থান  লাভ করেন। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১ম হয়েছেন একাধিক  বার।
তিনি আরো বলেন, এই প্রথম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে বিভাগীয় পর্যায়ে সেরা  ৫ এর মধ্যে জায়গা করে নিয়েছেন। এখন তাঁর স্বপ্ন সেরা দশে জায়গা করে নেয়া। তরিতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
এদিকে তরিতার এ সফলতায় অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক,কবি সাহিত্যিক কৌতুক অভিনেতা মিতুল সাইফ। তিনি বলেন,আগামীর প্রজন্ম তাদের মধ্যে লুকিয়ে আছে।
হাটি হাটি পা পা করে তরিতা আজ যে অবস্থানে গেছে, তাঁর জন্য অনেক শুভ কামনা। আর সামনের দিনে আরো সফলতা অর্জন করুক সেই কামনা করেছেন তিনি। একই ভাবে সফলতায় অভিনন্দন ও সামনের দিনের সফলতা অর্জনের জন্য শুভ কামনা জানিয়েছেন সব মহলের মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে নতুন কুড়ি গানের প্রতিযোগিতায়  সেরা পাঁচে জায়গায় করে নিয়েছেন তরিতা

আপডেট সময় ০৭:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

কোটচাঁদপুর  প্রতিনিধিঃ নতুন কুড়ি গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গায় করে নিয়েছেন কোটচাঁদপুরের শেখ রোদসী রায়ানা (তরিতা)। এখন সেরা দশের স্বপ্ন সফল করার পথে হাঁটছেন সে। দোয়া প্রার্থনা করেছেন সবার কাছে।

জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে অনুষ্ঠানটি। ওই অনুষ্ঠানে নৃত্য,লোক সংগীত ও আধুনিক গানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন শেখ রোদসী রায়ানা (তরিতা)। সে কোটচাঁদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। তরিতা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক  বাবুল আক্তারের (টোকন)এর  মেয়ে।
সে তিনটি ইভেন্টে অংশ গ্রহন করে খুলনা বিভাগের প্রাথমিক বাছাইয়ে সেরা ৫ জনের ১ জন নির্বাচিত হয়েছেন। এখন সেরা দশের স্বপ্ন সফল করতে হাঁটছেন তরিতা। যেখানে অংশ গ্রহন করবেন দেশের ৮ বিভাগের ৪০ জন প্রতিযোগী। সফল হতে দোয়া চেয়েছেন সবার কাছে।

বাবুল আক্তার (টোকন) বলেন,ছোট বেলা থেকে তরিতা সাংস্কৃতিক মনা। সে কারনে আমরাও অনেক সাপোর্ট দিয়েছি। তাঁর প্রথম হাতে খড়ি কোটচাঁদপুর মিতালী সংগীত একাডেমিতে। এখানে সে ৩/৪ বছর বয়স থেকে গান শেখেন। তাঁর প্রথম সংগীত গুরু খাজা সামাদ উল্লাহ্ টুটুল।
তিনি বলেন,সে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছড়া গানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সেখানে তরিতা ১ম স্থান লাভ করেন। ২০২৪ সালে শিল্প কলা একাডেমি থেকে লোকগানে জপলাতে  অংশ গ্রহন করে ১ম হয়েছিল।  তবে জাতীয় পর্যায়ে  এখনও  শেষ  হয়নি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ২০২৪ লোক গানে জেলা পর্যায়ে ২য় স্থান এবং নৃত্যে ১ ম স্থান  লাভ করেন। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১ম হয়েছেন একাধিক  বার।
তিনি আরো বলেন, এই প্রথম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে বিভাগীয় পর্যায়ে সেরা  ৫ এর মধ্যে জায়গা করে নিয়েছেন। এখন তাঁর স্বপ্ন সেরা দশে জায়গা করে নেয়া। তরিতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
এদিকে তরিতার এ সফলতায় অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক,কবি সাহিত্যিক কৌতুক অভিনেতা মিতুল সাইফ। তিনি বলেন,আগামীর প্রজন্ম তাদের মধ্যে লুকিয়ে আছে।
হাটি হাটি পা পা করে তরিতা আজ যে অবস্থানে গেছে, তাঁর জন্য অনেক শুভ কামনা। আর সামনের দিনে আরো সফলতা অর্জন করুক সেই কামনা করেছেন তিনি। একই ভাবে সফলতায় অভিনন্দন ও সামনের দিনের সফলতা অর্জনের জন্য শুভ কামনা জানিয়েছেন সব মহলের মানুষ।