ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সময় ও সম্পদের কুরবানী দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। -মাওলানা হাবিবুর রহমান দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন কোটচাঁদপুর সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেন ব্যারিস্টার কাজল মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ শেরপুর ইয়াবাসহ এক যুবক গ্রে ফ তা র কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ অনুষ্ঠিত  বাজারে বাজারে জনসংযোগে নাসের রহমান বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি,জনতার ঢল মহাসড়ক সংস্কারসহ ৪’দফা দাবীতে মৌলভীবাজার মানববন্ধন খালেদা জিয়া-তারেক রহমান জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন

মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি হাজার বছরের পুরোনো এশীয় ঐতিহ্য ‘মার্শাল আর্ট’ আজ এক বৈশ্বিক সংস্কৃতি। চীনের কুংফু থেকে জাপানের কারাতে, কোরিয়ার তায়কোয়ান্দো থেকে ভারতের কলারিপায়ত্তু—যুদ্ধের কৌশল থেকে জন্ম নিয়ে এটি পরিণত হয়েছে আত্মনিয়ন্ত্রণ ও মনোশক্তির সাধনায়। সময়ের সঙ্গে বদলে গেছে এর রূপ, কিন্তু উদ্দেশ্য একই—নিজেকে জয় করা। আর নিজেকে জয় করার মন্ত্রের ভিতর পরিপূর্ণ ডুব দিয়েছেন মৌলভীবাজারের এই আবু ওবায়দা মো. মাসরুর খান। তিনি দীর্ঘ বছর ধরে এই সাধনায় নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছেন।এরই ধারাবহিকতায় নিরলস কাজ করে যাচ্ছেন।

মাসরুর খান গত ১০, ১১ ও ১২ অক্টোবর বাংলাদেশ জুসা মার্শাল আর্ট এসোসিয়েশনের হয়ে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় (National Game) অংশ গ্রহণ করেন—ওজন শ্রেণীতে ফাইট প্রতিযোগিতায় রুপ্য পদক, লাঠি খেলায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। যা মৌলভীবাজার তথা সিলেটের জন্য এক বিস্বয় ও গৌরবের। ওই সময় মার্শাল আর্ট প্রতিযোগিতাযর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স ধানমন্ডি ঢাকা—বর্তমান নাম ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ভবনে) অনুষ্ঠিত উপস্থিত ছিলেন— মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন (অব.)। সাধারণ সম্পাদক কে এম রহমান বাপ্পি প্রমুখ।
মানুষের শরীরে যেমন শক্তি, তেমনি মনে আছে শৃঙ্খলা ও আত্মসংযমের এক অনন্য ক্ষমতা। সেই দুইয়ের সমন্বয়ই মার্শাল আর্ট—যেখানে ঘাম ঝরে কেবল শরীর গঠনের জন্য নয়, আত্মাকে গড়ে তোলার জন্যও। আজকের ব্যস্ত নগরজীবনে এই প্রাচীন অনুশীলন আবার ফিরছে—আত্মরক্ষা নয়, আত্মজাগরণের পথে। আবু ওবায়দা মো. মাসরুর খান চান মৌলভীবাজারের মানুষ এ পথে আসুক। নিজেকে জয় করার কৌশল রপ্ত করে প্রতিটি মানুষই আত্মবিশ্বাসী হয়ে ওঠুক।তিনি মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর (পৌর সভার-৩ নং ওয়ার্ড, পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে)মেহেরজান বিবি রাহমানিয়া দাখিল মাদ্রাসার ইনডোর স্পোর্টস হল রুমে বাংলাদেশ জুসা মার্শাল আর্ট এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান প্রশিক্ষক হিসাবে কাজ করছেন।
পরিশেষে বলা যায়—মার্শাল আর্টের মূল শিক্ষা—জয় মানে শুধু প্রতিপক্ষকে হারানো নয়, নিজের ভয়, রাগ ও দুর্বলতাকে পরাজিত করা। প্রতিটি ঘামবিন্দু, প্রতিটি শ্বাস, প্রতিটি অনুশীলন আমাদের শেখায় স্থিরতা, সম্মান ও আত্মবিশ্বাসের পথ। আজকের প্রজন্ম যদি এই দর্শনকে ধারণ করে, তবে তারাই হবে আগামী দিনের প্রকৃত যোদ্ধা—অস্ত্রহীন অথচ অদম্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন

আপডেট সময় ০৫:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বিশেষ প্রতিনিধি হাজার বছরের পুরোনো এশীয় ঐতিহ্য ‘মার্শাল আর্ট’ আজ এক বৈশ্বিক সংস্কৃতি। চীনের কুংফু থেকে জাপানের কারাতে, কোরিয়ার তায়কোয়ান্দো থেকে ভারতের কলারিপায়ত্তু—যুদ্ধের কৌশল থেকে জন্ম নিয়ে এটি পরিণত হয়েছে আত্মনিয়ন্ত্রণ ও মনোশক্তির সাধনায়। সময়ের সঙ্গে বদলে গেছে এর রূপ, কিন্তু উদ্দেশ্য একই—নিজেকে জয় করা। আর নিজেকে জয় করার মন্ত্রের ভিতর পরিপূর্ণ ডুব দিয়েছেন মৌলভীবাজারের এই আবু ওবায়দা মো. মাসরুর খান। তিনি দীর্ঘ বছর ধরে এই সাধনায় নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছেন।এরই ধারাবহিকতায় নিরলস কাজ করে যাচ্ছেন।

মাসরুর খান গত ১০, ১১ ও ১২ অক্টোবর বাংলাদেশ জুসা মার্শাল আর্ট এসোসিয়েশনের হয়ে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় (National Game) অংশ গ্রহণ করেন—ওজন শ্রেণীতে ফাইট প্রতিযোগিতায় রুপ্য পদক, লাঠি খেলায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। যা মৌলভীবাজার তথা সিলেটের জন্য এক বিস্বয় ও গৌরবের। ওই সময় মার্শাল আর্ট প্রতিযোগিতাযর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স ধানমন্ডি ঢাকা—বর্তমান নাম ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ভবনে) অনুষ্ঠিত উপস্থিত ছিলেন— মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন (অব.)। সাধারণ সম্পাদক কে এম রহমান বাপ্পি প্রমুখ।
মানুষের শরীরে যেমন শক্তি, তেমনি মনে আছে শৃঙ্খলা ও আত্মসংযমের এক অনন্য ক্ষমতা। সেই দুইয়ের সমন্বয়ই মার্শাল আর্ট—যেখানে ঘাম ঝরে কেবল শরীর গঠনের জন্য নয়, আত্মাকে গড়ে তোলার জন্যও। আজকের ব্যস্ত নগরজীবনে এই প্রাচীন অনুশীলন আবার ফিরছে—আত্মরক্ষা নয়, আত্মজাগরণের পথে। আবু ওবায়দা মো. মাসরুর খান চান মৌলভীবাজারের মানুষ এ পথে আসুক। নিজেকে জয় করার কৌশল রপ্ত করে প্রতিটি মানুষই আত্মবিশ্বাসী হয়ে ওঠুক।তিনি মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর (পৌর সভার-৩ নং ওয়ার্ড, পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে)মেহেরজান বিবি রাহমানিয়া দাখিল মাদ্রাসার ইনডোর স্পোর্টস হল রুমে বাংলাদেশ জুসা মার্শাল আর্ট এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান প্রশিক্ষক হিসাবে কাজ করছেন।
পরিশেষে বলা যায়—মার্শাল আর্টের মূল শিক্ষা—জয় মানে শুধু প্রতিপক্ষকে হারানো নয়, নিজের ভয়, রাগ ও দুর্বলতাকে পরাজিত করা। প্রতিটি ঘামবিন্দু, প্রতিটি শ্বাস, প্রতিটি অনুশীলন আমাদের শেখায় স্থিরতা, সম্মান ও আত্মবিশ্বাসের পথ। আজকের প্রজন্ম যদি এই দর্শনকে ধারণ করে, তবে তারাই হবে আগামী দিনের প্রকৃত যোদ্ধা—অস্ত্রহীন অথচ অদম্য।