মৌলভীবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবি
- আপডেট সময় ০৯:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ মিছিল ও পথসভা করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজার কর্মী সমর্থকরা।
সোমবার ১০ নভেম্বর বিকেলে ঢাকা থেকে নিজ উপজেলা কুলাউড়া পৌঁছালে তাঁর এলাকার লোকজনসহ দলীয় কর্মী-সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোডাউন সহকারে আবেদ রাজাকে বরণ করে নেন।
এসময় কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকা থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মিছিলটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে।
বক্তব্যে তিনি বলেন মনোনয়ন তারই প্রাপ্য কারন দুর্দিনে তিনি দলের সাথে ছিলেন। নমিনেশন না পেলে কুলাউড়ার জনগণের সিন্ধান্তের সাথে তিনি মাঠে থাকবেন বলেও জানান।



















