মৌলভীবাজারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে প্যানেল প্রার্থী ঘোষনা
- আপডেট সময় ০২:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রায় একযুগ পর মৌলভীবাজারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে প্যানেল ঘোষনা করেছেন ব্যবসায়ী ঐক্য ফোরাম।
বুধবার ১২ নভেম্বর রাতে মৌলভীবাজারের স্থানীয় একটি অভিজাত কনভেনশন হলে মৌলভীবাজার এমসিএস এর চেয়ারম্যান খ্যাতনামা ক্যাবল ব্যবসায়ী ও এমসিসিআই’র সাবেক পরিচালক হাসান আহমেদ জাবেদ এর প্যানেলের পরিচিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমান, চেম্বারের বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, সহসভাপতি আব্দুর রহিম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সিলেট ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত সামস্ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, শহরের বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমাধ্যম কর্মীরা।
এদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরামের পরিচিতি অনুষ্ঠানে প্যানেলের প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন, দেশের মধ্যে প্রবাসী ও চা শিল্পাঞ্চল খ্যাত মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিগত সরকারের আমলে প্রায় এক যুগ নির্বাচন হয়নি। অবশেষে নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে ব্যবসায়ীদের ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, ভোক্তা অধিকারসহ ব্যবসায়ীদের বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে। তাছাড়া নতুন উদ্দোক্ত তৈরি ও প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করা হবে। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে সাধারণ ভোটার ৪৪৩ জন এবং এসোসিয়েট ভোটার ২২৩ জন।



















