ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময়
- আপডেট সময় ০৮:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং এবং সাথে ছিলেন সহধর্মিনী এন হাং সিং।
সোমবার (১০ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার।
এ সময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাং সাচিং বার্মা । এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী রুবেল আহমদ ও জসিম মিয়া হেলাল উদ্দিন প্রমুখ ।
এদিকে এ কমিশনার স্থল শুল্ক স্টেশনে পৌঁছালে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে চাতলাপুর ব্যবসাযীরা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন।
একইসাথে স্থানীয় ব্যবসায়ীরা আমদানি-রফতনিকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন তিনি।
এদিকে ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ব্যবসায়ীদের কথা শুনেন।



















