ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মো. খালেদ হাসানকে আহ্বায়ক এবং রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০১ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন প্রদান করা হয়। পরবর্তীতে কমিটির তালিকা এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসান জাকারিয়া ও ফাহাদ আলম।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন—ফারুক উদ্দিন আহমদ, মো. আব্দুস সাত্তার, জাকির চৌধুরী, সানাউল ইসলাম সুয়েজ, আকমল মাহমুদ, সুধাংশু দেব, বদরুল হোসেন ও আব্দুল হাই জাবের।

 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন বিমন কুমার সিংহ। যুগ্ম সদস্য সচিব—প্রিন্সিপাল শাহ আলম সরকার, এডভোকেট কৌশিক দে, তোফাজ্জল হোসেন, এ এম নুরুল হুদা, রাসেল থিঙ্গুজাম, জুনেদ আহমদ, সাফওয়ান জাহান চৌধুরী, এ কে জাহিদুল হক তালাত, কামরুল হাসান ও শামায়েল রহমান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন—আব্দুস সামাদ, নিলয় রশিদ তন্ময়, আফজাল হোসেন ও কবিরুল ইসলাম রিমন।

 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল হুসাইন।

 

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে গতি দিতে এবং জেলা পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক সফর, সদস্য সংগ্রহ কর্মসূচি এবং উপজেলা ও বিভিন্ন কমিটি দ্রুত গঠন করবে। এর আগে ফাহাদ আলমকে প্রধান সমন্বয়কারী করে জেলা কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।

নতুন দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহ্বায়ক খালেদ হাসান বলেন— এই কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়—এটি আমাদের জেলার রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের একটি শক্ত ভিত্তি। জাতীয় নাগরিক পার্টি মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে।”
তিনি জানান- “মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, এমনকি প্রত্যন্ত গ্রামেও এনসিপিকে সক্রিয় ও গতিশীল করতে আমরা কাজ শুরু করেছি। নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি, দক্ষ সংগঠক গড়ে তোলা এবং জেলার মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন—এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।”

এদিকে মৌলভীবাজারে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করার জন্য সবার সহযোগিতা কামনা করে কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন- “আমরা ঐক্যবদ্ধ থাকলে সামনে বড় অর্জন সম্ভব। জনগণের বিশ্বাসই আমাদের শক্তি—আর সেই বিশ্বাস অর্জনেই আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন

আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মো. খালেদ হাসানকে আহ্বায়ক এবং রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০১ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন প্রদান করা হয়। পরবর্তীতে কমিটির তালিকা এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসান জাকারিয়া ও ফাহাদ আলম।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন—ফারুক উদ্দিন আহমদ, মো. আব্দুস সাত্তার, জাকির চৌধুরী, সানাউল ইসলাম সুয়েজ, আকমল মাহমুদ, সুধাংশু দেব, বদরুল হোসেন ও আব্দুল হাই জাবের।

 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন বিমন কুমার সিংহ। যুগ্ম সদস্য সচিব—প্রিন্সিপাল শাহ আলম সরকার, এডভোকেট কৌশিক দে, তোফাজ্জল হোসেন, এ এম নুরুল হুদা, রাসেল থিঙ্গুজাম, জুনেদ আহমদ, সাফওয়ান জাহান চৌধুরী, এ কে জাহিদুল হক তালাত, কামরুল হাসান ও শামায়েল রহমান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন—আব্দুস সামাদ, নিলয় রশিদ তন্ময়, আফজাল হোসেন ও কবিরুল ইসলাম রিমন।

 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল হুসাইন।

 

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে গতি দিতে এবং জেলা পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক সফর, সদস্য সংগ্রহ কর্মসূচি এবং উপজেলা ও বিভিন্ন কমিটি দ্রুত গঠন করবে। এর আগে ফাহাদ আলমকে প্রধান সমন্বয়কারী করে জেলা কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।

নতুন দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহ্বায়ক খালেদ হাসান বলেন— এই কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়—এটি আমাদের জেলার রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের একটি শক্ত ভিত্তি। জাতীয় নাগরিক পার্টি মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে।”
তিনি জানান- “মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, এমনকি প্রত্যন্ত গ্রামেও এনসিপিকে সক্রিয় ও গতিশীল করতে আমরা কাজ শুরু করেছি। নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি, দক্ষ সংগঠক গড়ে তোলা এবং জেলার মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন—এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।”

এদিকে মৌলভীবাজারে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করার জন্য সবার সহযোগিতা কামনা করে কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন- “আমরা ঐক্যবদ্ধ থাকলে সামনে বড় অর্জন সম্ভব। জনগণের বিশ্বাসই আমাদের শক্তি—আর সেই বিশ্বাস অর্জনেই আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে।