জনগণের ভালোবাসাই আমার শক্তি — এম নাসের রহমান
- আপডেট সময় ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর সোমবার রাতে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে তৃণমূলের বিপুল উপস্থিতি ছিল।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,মোস্তাফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা, গণসংযোগ জোরদার করা এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
তারা আরও বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়; এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক—যা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানুষের হৃদয়ে স্থান পেয়েছে।
অতীত উন্নয়ন স্মরণ করে আবেগঘন বক্তব্য নাসের রহমানের
সভায় প্রধান অতিথি এম নাসের রহমান বলেন—
“বিগত বিএনপি সরকারের আমলে আমার মরহুম পিতা, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং আমি এমপি থাকাকালে মৌলভীবাজার–রাজনগর অঞ্চলে যে উন্নয়ন করেছি—মানুষ আজও তা স্মরণ করে। তখন আমরা নতুন রাস্তা করেছি, ব্রিজ করেছি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এনেছি। কিন্তু দুঃখের বিষয়—গত দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের করে যাওয়া কোনো সড়ক-ঘাটেরই সঠিক সংস্কার পর্যন্ত হয়নি।”
তিনি আক্ষেপ করে বলেন,“আজ যেদিকে যাচ্ছি, সেদিকেই ভাঙাচোরা রাস্তা। মানুষের দৈনন্দিন কষ্ট দেখে মন ভেঙে যায়। এ জেলার মানুষ এমন অবহেলা, এমন পশ্চাদপদতার যোগ্য নয়।”
জনগণের উদ্দেশে তিনি বলেন,“ধানের শীষ উন্নয়নের প্রতীক, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আমাকে যদি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেন, তবে মৌলভীবাজারবাসী আবারও ব্যাপক ভিত্তিতে সার্বিক উন্নয়ন পাবে—এটাই আমার প্রতিশ্রুতি। দেখিয়ে দিতে চাই, মৌলভীবাজার কীভাবে বদলে যেতে পারে।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন—
“রাজনীতির আসল শক্তি তৃণমূল। আপনাদের ঐক্য, পরিশ্রম আর সততাই আমাকে অনুপ্রেরণা দেয়। আসুন, আমরা সবাই মিলে এমন এক মৌলভীবাজার গড়ি—যেখানে উন্নয়ন থাকবে, সুযোগ থাকবে, নিরাপত্তা থাকবে, আর মানুষের মুখে হাসি থাকবে।
ঐক্যের আহ্বান বৈঠকের শেষে বিএনপি প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।


















