মৌলভীবাজার জেলায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক
- আপডেট সময় ০৬:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে

হেযবুত তওহীদের উদ্যোগে মৌলভীবাজারে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, (২২ নভেম্বর) শনিবার, সকালে শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
হেযবুত তওহীদের মৌলভীবাজার জেলা সভাপতি মো খাইরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহিদ সুনামগঞ্জ জেলা সভাপতি মো: জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা সুলতানা লিপি।
মূল প্রবন্ধে মো: জাকির হোসেন তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, এই ব্যবস্থায় রাষ্ট্রনীতি, বিচারব্যবব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলো কীভাবে পরিচালিত হবে।

মো: জাকির হোসেন বলেন, “একটি রাষ্ট্রের শান্তি ও প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত ও বিভেদকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।”
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে বহুবার সংবিধান সংশোধন ও শত শত আইন প্রণয়ন করা হলেও জাতির মৌলিক সংকটগুলোর সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর মূল কারণ হলো আমাদের বর্তমান ব্যবস্থাটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া জীবনবিধান অনুসরণ করা।”
উক্ত প্রতিপাদ্যের উপর আরও আলোচনা করেন হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাড. এম এ মোতালেব,সিলেট বিভাগীয় শিক্ষাবিষয়ক সম্পাদক জনাব শফিকুর রহমান, মিনহাজুল আবেদীন, নাসিমা আক্তার সুমি,আবু তাহের ভূইয়া, সিদ্দিক আলী।
উক্ত প্রতিপাদ্যের মূল বক্তব্য উপস্থাপনের পর থেকে মতামত তুলে ধরেন দৈনিক দেশেরপত্রের প্রতিনিধি ফকরুল ইসলাম , মরিয়ম আক্তার,দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, শ্রমিক সংগঠনের সহ- সেক্রেটারী মো: তৌহিদ মিয়া, দৈনিক কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ , দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, যায় যায় কালের প্রতিনিধি মো: আলমগীর হোসেন, Ovaernewsbd.Net এর প্রতিনিধি মো আব্দুল মজিদ, মাইটিভির প্রতিনিধি সঞ্জয় কামাল, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক আমারদেশের প্রতিনিধি গোলাম কিবরিয়া,দেশের পত্রের প্রতিনিধি জসিম উদ্দিন, সময়ের আলোর প্রতিনিধি মোঃ শামসুল ইসলাম শামীম, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, সংগ্রামী স্বাধীন ২৪. কমের প্রতিনিধি আবদাল হোসেন প্রমূখ।



















