মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটসহ পায়ে হেঁটে ১৫০ কি. মি. পথ পরিভ্রমণে – ৩
- আপডেট সময় ০৯:৫৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে এই প্রথম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কি. মি. পথ পরিভ্রমণ করতে যাচ্ছে তিন জন রোভার।
তারা হলেন,রোভার মোঃ সাইমুম হাসান মেহেদী (দলনেতা),রোভার হাসিবুল বাসার সাগর,রোভার শুভ্র রুদ্র পাল।
তারা ১৮ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করবে। পাঁচ দিন ব্যাপি এই কার্যক্রমে তারা চট্টগ্রাম, গাছবাড়িয়া, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁও ও কক্সবাজার পায়ে হেঁটে পরিভ্রমণ করবে।
এই সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করবে- ১/ “যোগ্য নেতৃত্ব উন্নত দেশ” ২/ “রোভার স্কাউট—দায়িত্বে সাহসী, কাজে নিবেদিত” ৩/ “দূষণ রোধ করি, প্রকৃতি বাঁচিয়ে ভবিষ্যৎ গড়ি।” পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন পরিদর্শন করবে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য স্যাক্ষাতে মিলিত হবে।


















