খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ পালিত
- আপডেট সময় ০৯:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজার জেলার খ্রিস্টান মিশন ও গির্জাগুলোতে প্রার্থনা, ধর্মীয় সংগীত আর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।
সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খ্রিস্টান মিশনে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় সহস্রাধিক খ্রিষ্ট ভক্ত অংশ নেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খ্রিস্টান মিশনে এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান।
ওই সময় খ্রিস্টান মিশনের ফাদার ড. জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে ভক্তদের নিয়ে ধর্মীয় বিশেষ নৃত্য পরিবেশন করা হয়।

















