কুলাউড়ায় ফিলিং ষ্টেশনে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

- আপডেট সময় ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ৩৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জ্বালানী তেলের ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
সোমবার (৮ আগস্ট) কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালিত হয়। তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রæতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়াতে অবস্থিত মেসার্স হাজী মো: ফরমুজ আলী ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
