খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মৌলভীবাজারে মন্দিরে বিশেষ প্রার্থনা
- আপডেট সময় ০৯:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের স্রী শ্রী নতুন কালীবাড়িসহ এ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদসদস্য এড,সুনিল কুমার দাস,সাংবাদিক রজত কান্তি গোস্বামী,সাবেক কৃষি ব্যাংক ম্যানেজার জ্যাতিশ রায়,স্বাগত কিশোর দাস চৌধুরী,এড,রিংকু অর্জুন,এড,প্রদিব দাস,এড,রনু দত্ত,শ্যামলী পুরকায়স্থ প্রমুখ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন । এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।









