ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, মাঠ পরিদর্শনে জেলা বিএনপি ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি কোটচাঁদপুরে ভোটদানে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্য বিরোধী নেতার কোটচাঁদপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচারণবিধি ও গণভোট সম্পর্কিত জনসাধারণকে অবহিতকরণ সভা বাংলাদেশের প্রথম সারাদে শব্যাপী হে লথ হ্যাকাথন আসছে সিলেট রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেলের মা আর নেই মৌলা ফাউন্ডেশন এর উদ্যাগে কম্বল বিতরণ মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রে ফ তা র নির্বাচনী প্রচারণা, মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্য বিরোধী নেতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ বৈষম্য বিরোধী নেতার।

১০ জানুয়ারি শনিবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে আবুল চৌধুরীকে আওয়ামী লীগ নেতা অভিযোগ এনে সংবাদ করেছেন বৈষম্য বিরোধী নেতা পাবেল আহমদ রাফি নামে এক ভুক্তভোগী।

মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার রাজু আহমেদ সাজন মিয়ার ছেলে পাবেল আহমদ রাফি। তার লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, গত ৬ জানুয়ারী ২০২৬ইং তারিখে আবুল চৌধুরী মনুমুখ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথাবর্তা ও বিশদগার করেন।

পাবেল জানান, তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি, বিএসসি ইন ইলেটিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করেন। প্রয়োজন ব্যতিত মৌলভীবাজার আসেননা। গত বছর তার দুইটি সিএনজি গাড়ি চুরি হয়। একটি গরু চুরি হয় ও দুটি দোকান চুরি হয়। এই সমস্ত ঘটনাক্রমে পুলিশ প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রাখতে হয় গাড়ি গুলোর সন্ধান বের করার জন্য। আবুলদের সাথে পারিবারিক কোন্দলের কারণে অলৌকিক ভাবে এই ঘটনাগুলো ঘটে। এযাবৎ কালে আমি কোনো মামলার বাদী কিংবা স্বাক্ষী নই। তিনি বৈষম্য বিরোধী কোন মামলার সাথে সংশ্লিষ্টতা নেই। কে বা কাহারা আসামী তাহাও জানেননা। কাউকে গ্রেফতার বা হুমকি দেওয়া কোন প্রমান ছাড়া অযথা তার মানহানির জন্য মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবরে ২৪/১২/২০২৫ইং তারিখে একটি দরখাস্থ করেন আবুল। ওই আবেদন তদন্তাধীন আছে।
মূল ঘটনা আবুল চৌধুরীর সহিত আমার পরিবারের জমিজমা ক্রয় বিক্রয় সংক্রান্ত টাকা আত্মসাতের জের ধরে দ্বন্ধ রয়েছে। আবুল আওয়ামী লীগের নেতা, তাই প্রশাসন যাতে তাকে না ধরে এর জন্য তিনি মিথ্যা অপচেষ্ঠা চালাচ্ছেন।

পাবেল আরও বলেন পরিবাররের ৭১ লাখ টাকা আবুল ও তার সহযোগীরা আত্মসাৎ করেন। যাহা এলাকার সবাই জানে বিচার শালিসের কোনো সুযোগ দেয় নাই। আমার পরিবার যাথে এই টাকা উদ্ধারের কোন আইনানুগ ব্যবস্থা না নিতে পারে এই জন্য তার অপচেষ্ঠা। এ বিষয়ে ব্যাংকের কাগজাত এবং বায়নাপত্র প্রমান রয়েছে। তিনি বায়নাকৃত জমির বিক্রেতার সাথে মিলিয়া তাহার ভাই লিলু মিয়া জনৈক আহসান উল্লার নিকট হইতে গোপনে ক্রয় করিয়া উভয় লন্ডন চলিয়া যান। বর্তমানে লিলু দেশে আসিলে বিচার সালিশেরে চেষ্ঠা করেও এলাকার মুরুব্বি বার বার ব্যর্থ হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচা ছানু মিয়া, ফুফা লৎফুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্য বিরোধী নেতার

আপডেট সময় ০৭:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ বৈষম্য বিরোধী নেতার।

১০ জানুয়ারি শনিবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে আবুল চৌধুরীকে আওয়ামী লীগ নেতা অভিযোগ এনে সংবাদ করেছেন বৈষম্য বিরোধী নেতা পাবেল আহমদ রাফি নামে এক ভুক্তভোগী।

মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার রাজু আহমেদ সাজন মিয়ার ছেলে পাবেল আহমদ রাফি। তার লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, গত ৬ জানুয়ারী ২০২৬ইং তারিখে আবুল চৌধুরী মনুমুখ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথাবর্তা ও বিশদগার করেন।

পাবেল জানান, তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি, বিএসসি ইন ইলেটিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করেন। প্রয়োজন ব্যতিত মৌলভীবাজার আসেননা। গত বছর তার দুইটি সিএনজি গাড়ি চুরি হয়। একটি গরু চুরি হয় ও দুটি দোকান চুরি হয়। এই সমস্ত ঘটনাক্রমে পুলিশ প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রাখতে হয় গাড়ি গুলোর সন্ধান বের করার জন্য। আবুলদের সাথে পারিবারিক কোন্দলের কারণে অলৌকিক ভাবে এই ঘটনাগুলো ঘটে। এযাবৎ কালে আমি কোনো মামলার বাদী কিংবা স্বাক্ষী নই। তিনি বৈষম্য বিরোধী কোন মামলার সাথে সংশ্লিষ্টতা নেই। কে বা কাহারা আসামী তাহাও জানেননা। কাউকে গ্রেফতার বা হুমকি দেওয়া কোন প্রমান ছাড়া অযথা তার মানহানির জন্য মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবরে ২৪/১২/২০২৫ইং তারিখে একটি দরখাস্থ করেন আবুল। ওই আবেদন তদন্তাধীন আছে।
মূল ঘটনা আবুল চৌধুরীর সহিত আমার পরিবারের জমিজমা ক্রয় বিক্রয় সংক্রান্ত টাকা আত্মসাতের জের ধরে দ্বন্ধ রয়েছে। আবুল আওয়ামী লীগের নেতা, তাই প্রশাসন যাতে তাকে না ধরে এর জন্য তিনি মিথ্যা অপচেষ্ঠা চালাচ্ছেন।

পাবেল আরও বলেন পরিবাররের ৭১ লাখ টাকা আবুল ও তার সহযোগীরা আত্মসাৎ করেন। যাহা এলাকার সবাই জানে বিচার শালিসের কোনো সুযোগ দেয় নাই। আমার পরিবার যাথে এই টাকা উদ্ধারের কোন আইনানুগ ব্যবস্থা না নিতে পারে এই জন্য তার অপচেষ্ঠা। এ বিষয়ে ব্যাংকের কাগজাত এবং বায়নাপত্র প্রমান রয়েছে। তিনি বায়নাকৃত জমির বিক্রেতার সাথে মিলিয়া তাহার ভাই লিলু মিয়া জনৈক আহসান উল্লার নিকট হইতে গোপনে ক্রয় করিয়া উভয় লন্ডন চলিয়া যান। বর্তমানে লিলু দেশে আসিলে বিচার সালিশেরে চেষ্ঠা করেও এলাকার মুরুব্বি বার বার ব্যর্থ হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচা ছানু মিয়া, ফুফা লৎফুর রহমান।