কোটচাঁদপুরে ভোটদানে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক
- আপডেট সময় ১১:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ জনগণকে মাইনাস করে এদেশের মাটিতে কোন কিছুই সম্ভব না। জনগণ সকল ক্ষমতার উৎস। তরুণ ভোটাররা গত ১৫ বছর ভোট দিতে পারেনি এবার সবাই ভোট দিবে। বিগত সময় যেটা হয়েছে সেটা ভুলে যান। এখন থেকে যা হবে সব জনগণকে নিয়েই হবেই সর্বোচ্চ প্রাধান্য পাবে জনগণের মতামত। তার জন্যই হা, না, ভোট কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগমনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরণ এবং ভোট দানে উৎসাহ প্রদান শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
তিনি আরো বলেন, একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে গড়া হবে নতুন বাংলাদেশ।(১০ ই জানুয়ারি) শনিবার দুপুরে পৌর শহরের দুধসারা স্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুউজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার প্রহল্লাদ রায়, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আবদুল্লা বাশার, সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সে সময় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করে হা,না, ভোটের করণীয় বিষয় ও নির্দেশনা মূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে প্রদর্শন করা হয়।


















