ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২২ জানুয়ারি আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা মৌলভীবাজারে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক বিভাগীয় পর্যায়ের জনসচেতনতামূলক কর্মশালা আগামী নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে কুয়াশা ভেদ করে দৌড়: প্রকৃতির কোলে রাজকান্দি হিল ২৫কে ম্যারাতন —– বিজিত দত্ত সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের সংবর্ধনা ২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, মাঠ পরিদর্শনে জেলা বিএনপি ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি কোটচাঁদপুরে ভোটদানে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক

২২ জানুয়ারি আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলার শেরপুরের খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেবেন। এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

আসন্ন জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে আইনপুর প্লে গ্রাউন্ডের জনসভাস্থল পরিদর্শন করা হয়। এ সময় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ জনসভাকে ঘিরে দলীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২২ জানুয়ারি আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা

আপডেট সময় ১০:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলার শেরপুরের খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেবেন। এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

আসন্ন জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে আইনপুর প্লে গ্রাউন্ডের জনসভাস্থল পরিদর্শন করা হয়। এ সময় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ জনসভাকে ঘিরে দলীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি অনুষ্ঠিত হবে।