৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী
- আপডেট সময় ০৬:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের ৪টি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার ১,২,৩ ও ৪ আসনের মোট ২৪ জন প্রার্থীকে প্রতীক দেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল ।
এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজার-১ ৩ ও ৪ আসনে জামায়াত ও খেলাফত মজলিশের ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র বিএনপির প্রার্থী এম নাসের রহমান, ১০ দলীয় জোটের প্রার্থী আহমেদ বিলাল, জামায়াতের প্রার্থী মোঃ আব্দুল মান্নানের পক্ষ থেকে প্রতীকও নেওয়া হয়।

মৌলভীবাজার ১ আসনে প্রতীক নেন ১০ দলীয় ও জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুর রহমান, মৌলভীবাজার ৪ আসনে ১০ দলের ২ জন প্রার্থীর মধ্যে প্রতীক নেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদী ও এনসিপির প্রীতম দাস।
এছাড়াও মৌলভীবাজার-২ আসন থেকে প্রতীক নেন জেলা জামায়াতের আমির ও ১০ দলীয় প্রার্থী মোঃ সায়েদ আলীসহ চার আসনের মোট ২৪ প্রার্থী।

















