জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গনভোট হ্যাঁ জয় যুক্ত করতে হবে… সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার
- আপডেট সময় ০২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গনভোট হ্যাঁ- কে জয় যুক্ত করতে হবে, আসুন আমরা সবাই মাঠে কাজ করি হ্যাঁ- কে জয় যুক্ত করি।
রোববার (২৫ জানুয়ারি) সকালে গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক সিলেটর বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

সুজন সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক সিজানুর রহমান এর সঞ্চালনায় ও সিলেট সুজন জেলা কমিটির সভাপতি এভভোকেট শিরীন আক্তার এর সভাপতিত্বে।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্দিষ্ট আইন ও কাঠামো ছিল এবং তাদের দায়িত্বকাল সীমিত ছিল তিন মাসে। সে সময় তারা নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। কিন্তু বর্তমান সরকার একটি ভিন্ন বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করেছে। সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। ফলে এসব সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালানো সরকারের এখতিয়ারভুক্ত।’ সংবিধান সংশোধন ও গণতান্ত্রিক চর্চার সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়ে সংবিধানে সংশোধনী যুক্ত হলেও দেশ স্বৈরাচারী কাঠামো থেকে পুরোপুরি মুক্ত হবে।

সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশনে (ইসি) সংস্কার এখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ পূর্ববর্তী কমিশনের সদস্যরা দায়িত্ব নিরপেক্ষভাবে পালন না করে বরং ক্ষমতাসীন দলের সহযোগী হয়ে উঠেছিলেন। এর ফলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বক্তব্য রাখেন, সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা: ছাদিক আহমদ,সুজন হবিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী,সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য নুরুল হক আফেনদী প্রমুখ।
এসময় বিভিন্ন জেলা ও উপজেলার সুজনের নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।


















