ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি বীজ বপন করেছি, এখন ফসল ঘরে তুলতে হবে”— এম নাসের রহমান যারা অপরাধের সাথে যুক্ত নয়, তাদের সাথে কোনো অবিচার করা হবে না… শ্রীমঙ্গলে নাহিদ সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি ধানের শীষের প্রচারণায় সরব নাসের রহমান তনয়া আমিরা রহমান পাগলা কুকুরের কামড়ে কুলাউড়ায় আহত ৪৯,ভ্যাকসিন সংকট ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রতীদেরকের ভোট দিন কমলগঞ্জে মামুনুল হক মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থীর সাথে জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময়

মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ বিলাল দেশব্যাপী দুর্নীতি ও অনিয়ম নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “দেশের অনিয়ম বন্ধ করতে হলে আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনাদের সমর্থন পাই, ইনশা আল্লাহ আমরা দেশটাকে বদলে দিতে পারব। থাকবে না আর কোনো ঋণ খেলাপি। বন্ধ হবে বিদেশে অর্থ পাচার।”

উঠান বৈঠকে তিনি আরও উল্লেখ করেছেন, “বিগত দিনে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ধনীরা আরও ধনী হয়েছে, আর গরীব আরও গরীব হয়েছে। প্রতিটি শিশু জন্ম নেয় প্রায় ১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মাথাপিছু ঋণ নিয়ে। আর মাথাপিছু বৈদেশিক ঋণ ৮০ হাজার টাকা। আমরা কবে ঋণমুক্ত হতে পারব, একবার চিন্তা করে দেখুন।”

তিনি বলেন, “এক দল বলছে, ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামেলি কার্ড দেয়ার স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আমাদের মাথাপিছু ১২০০ ডলার ঋণ পরিশোধের বিষয়ে কোনো উদ্যোগ নেই বা খোলামেলাভাবে জনগণের সামনে বলছে না। তিনি বলেন, অতীতের স্বৈরাচারী সরকারও বিদেশ থেকে ঋণ এনেছে, মন্ত্রি-এমপিদের সন্তানদের বিদেশে পাঠিয়েছে এবং বিদেশে সম্পদ জমা করেছে। আবারও সেই ধরনের লোক ক্ষমতায় এলে দেশে শান্তি ও স্বচ্ছ প্রশাসন আসবে না।”

আহমদ বিলাল সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা যদি ইসলামি সমমনা ১১ দলীয় জোটকে বিজয়ী করেন, তাহলে শিশুর ওপর থাকা ঋণ পরিশোধ হবে। দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। প্রবাসীরা বিমানবন্দরেও হয়রানী হবেনা। উন্নত হবে শিক্ষাব্যবস্থা, দেশের অবকাঠামো এবং অর্থনীতি।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি মৌলভীবাজার সদর ও রাজনগরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়েছেন। সকাল ও বিকেলে জেলা শহরের বিভিন্ন বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব, সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে মাওলানা শেখ তাওহিদুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গোবিন্দপুর বাজারে মাওলানা কাজী ফখর উদ্দীনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেল ৪টায় তিনি মৌলভী চা বাগানে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় চিকিৎসক ডা. রমজান আলীর বাড়ি পরিদর্শন করেছেন। ডা. রমজান আলী স্থানীয় চা শ্রমিকদের চিকিৎসা সেবায় নিয়োজিত। সন্ধ্যা ও রাতের মধ্যে তিনি অফিসবাজার, গিয়াসনগর এবং রাজনগর উপজেলার জোড়াপুর মাদরাসায় আরও উঠান বৈঠক ও মাহফিলে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

আপডেট সময় ০৮:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ বিলাল দেশব্যাপী দুর্নীতি ও অনিয়ম নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “দেশের অনিয়ম বন্ধ করতে হলে আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনাদের সমর্থন পাই, ইনশা আল্লাহ আমরা দেশটাকে বদলে দিতে পারব। থাকবে না আর কোনো ঋণ খেলাপি। বন্ধ হবে বিদেশে অর্থ পাচার।”

উঠান বৈঠকে তিনি আরও উল্লেখ করেছেন, “বিগত দিনে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ধনীরা আরও ধনী হয়েছে, আর গরীব আরও গরীব হয়েছে। প্রতিটি শিশু জন্ম নেয় প্রায় ১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মাথাপিছু ঋণ নিয়ে। আর মাথাপিছু বৈদেশিক ঋণ ৮০ হাজার টাকা। আমরা কবে ঋণমুক্ত হতে পারব, একবার চিন্তা করে দেখুন।”

তিনি বলেন, “এক দল বলছে, ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামেলি কার্ড দেয়ার স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আমাদের মাথাপিছু ১২০০ ডলার ঋণ পরিশোধের বিষয়ে কোনো উদ্যোগ নেই বা খোলামেলাভাবে জনগণের সামনে বলছে না। তিনি বলেন, অতীতের স্বৈরাচারী সরকারও বিদেশ থেকে ঋণ এনেছে, মন্ত্রি-এমপিদের সন্তানদের বিদেশে পাঠিয়েছে এবং বিদেশে সম্পদ জমা করেছে। আবারও সেই ধরনের লোক ক্ষমতায় এলে দেশে শান্তি ও স্বচ্ছ প্রশাসন আসবে না।”

আহমদ বিলাল সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা যদি ইসলামি সমমনা ১১ দলীয় জোটকে বিজয়ী করেন, তাহলে শিশুর ওপর থাকা ঋণ পরিশোধ হবে। দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। প্রবাসীরা বিমানবন্দরেও হয়রানী হবেনা। উন্নত হবে শিক্ষাব্যবস্থা, দেশের অবকাঠামো এবং অর্থনীতি।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি মৌলভীবাজার সদর ও রাজনগরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়েছেন। সকাল ও বিকেলে জেলা শহরের বিভিন্ন বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব, সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে মাওলানা শেখ তাওহিদুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গোবিন্দপুর বাজারে মাওলানা কাজী ফখর উদ্দীনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেল ৪টায় তিনি মৌলভী চা বাগানে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় চিকিৎসক ডা. রমজান আলীর বাড়ি পরিদর্শন করেছেন। ডা. রমজান আলী স্থানীয় চা শ্রমিকদের চিকিৎসা সেবায় নিয়োজিত। সন্ধ্যা ও রাতের মধ্যে তিনি অফিসবাজার, গিয়াসনগর এবং রাজনগর উপজেলার জোড়াপুর মাদরাসায় আরও উঠান বৈঠক ও মাহফিলে অংশগ্রহণ করেন।