প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান——- সন্তোষ
- আপডেট সময় ১১:৫৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ৫৫৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি অঞ্জনের ‘মা’ কে নিয়ে আবেগঘন একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে আলোচিত হয়েছে।
সেই সন্তোষের মা অদম্য জীবনযোদ্ধা কমলী রবি দাসের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
রবিবার (২১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্তোষকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরে জেলা প্রশাসক অদম্য জীবনযোদ্ধা চা শ্রমিক মায়ের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমানের ব্যক্তিগত উপহার নগদ এক লক্ষ টাকা অঞ্জনের হাতে তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তোষ রবি দাস অঞ্জন বলেন, সম্প্রতি আমার মা’কে নিয়ে আবেগঘন একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। যা এখন দেশজুড়ে আলোচিত। এই লেখাটি মৌলভীবাজার জেলা প্রশাসকের নজরে আসার পর কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার বাড়িতে গিয়ে মায়ের খোঁজখবর নেন। আজ জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করতে আসলে তিনি আমার মায়ের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমানের ব্যক্তিগত উপহার নগদ এক লক্ষ টাকা দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সন্তোষের মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। পাশাপাশি সন্তোষকে সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন পাশে থাকবে সব সময়।