ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের ৭ম শাখার শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ৩৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: শুভ উদ্বোধন হল মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের ৭ম শাখার। মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর সাবির্ক সহযোগিতায় মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুল, ভৈরবগঞ্জ শাখার উদ্বোধন।

সোমবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৪ ঘটিকায়, ভৈরববাজার উচ্চ বিদ্যালয় হল রুম, ভৈরবগঞ্জ বাজার শ্রীমঙ্গল।

উদ্বোধনী অনুষ্টানে অতিথিদের জন্য জেলার বিভিন্ন শাখার ছাত্র-ছাত্রীরা জাপানিজ সোতোকান কারাতের শারীরিক কলাকৌশল ও টাইলস ভাঙ্গা প্রর্দশনী করেন।

প্রধান শাখার সিনিয়র ছাত্র-ছাত্রী ক্ষুদে কারাতে-কা তাসনিয়া বকসী, ব্ল‌্যাক বেল্ট ২য় ড্যান ও ব্ল‌্যাক বেল্ট ৩য় ড্যান,মো: আর নূর হোসেন সিজান এবং বকসী তাইয়্যেব উজ্জামান (তারিফ) ব্ল‌্যাক বেল্ট ২য় ড্যান, একক কাতা প্রদর্শনী করেন।

শ্রীমঙ্গল শাখার সিনিয়র ছাত্রী অনন্ত দূর্বা আগুন দিয়ে টাইলস ভাঙ্গা প্রর্দশন করেন। মাতা দিয়ে টাইলস ভাঙ্গা প্রদশন করেন ৫জন। মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের সিনিয়র ছাত্রী অনন্ত দূর্বা সঞ্চালনায়, সেনসি সৈয়দ মেহবুব মোশের্দের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব চেয়ারম্যান ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত শেখ জাকির হামিদি উপদেষ্টা নাজাত ইসলামি মারকাজ ভৈরবগঞ্জ, মো: বাবুল মিয়া,মেম্বার ৬নং ওয়াড, কালাপুর ইউপি, আলাল খান দপ্তর সম্পাদক মৌলভীবাজার কারাতে এসোসিয়েশন ও কার্যকরি সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট, বকসী আক্তার উজ্জামান ।

আমেরিকা প্রবাসী মৌলভীবাজার কারাতের রায়হান জামান রানাকে সম্মাননা স্বারক প্রর্দান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, সমাজসেবক, অভিবাবক, মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের কার্যকরি পরিষদের বিভিন্ন, সামাজিক সংগঠনের সদস্যরা প্রমুখ।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের ৭ম শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

বিশেষ প্রতিনিধি: শুভ উদ্বোধন হল মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের ৭ম শাখার। মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর সাবির্ক সহযোগিতায় মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুল, ভৈরবগঞ্জ শাখার উদ্বোধন।

সোমবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৪ ঘটিকায়, ভৈরববাজার উচ্চ বিদ্যালয় হল রুম, ভৈরবগঞ্জ বাজার শ্রীমঙ্গল।

উদ্বোধনী অনুষ্টানে অতিথিদের জন্য জেলার বিভিন্ন শাখার ছাত্র-ছাত্রীরা জাপানিজ সোতোকান কারাতের শারীরিক কলাকৌশল ও টাইলস ভাঙ্গা প্রর্দশনী করেন।

প্রধান শাখার সিনিয়র ছাত্র-ছাত্রী ক্ষুদে কারাতে-কা তাসনিয়া বকসী, ব্ল‌্যাক বেল্ট ২য় ড্যান ও ব্ল‌্যাক বেল্ট ৩য় ড্যান,মো: আর নূর হোসেন সিজান এবং বকসী তাইয়্যেব উজ্জামান (তারিফ) ব্ল‌্যাক বেল্ট ২য় ড্যান, একক কাতা প্রদর্শনী করেন।

শ্রীমঙ্গল শাখার সিনিয়র ছাত্রী অনন্ত দূর্বা আগুন দিয়ে টাইলস ভাঙ্গা প্রর্দশন করেন। মাতা দিয়ে টাইলস ভাঙ্গা প্রদশন করেন ৫জন। মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের সিনিয়র ছাত্রী অনন্ত দূর্বা সঞ্চালনায়, সেনসি সৈয়দ মেহবুব মোশের্দের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব চেয়ারম্যান ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত শেখ জাকির হামিদি উপদেষ্টা নাজাত ইসলামি মারকাজ ভৈরবগঞ্জ, মো: বাবুল মিয়া,মেম্বার ৬নং ওয়াড, কালাপুর ইউপি, আলাল খান দপ্তর সম্পাদক মৌলভীবাজার কারাতে এসোসিয়েশন ও কার্যকরি সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট, বকসী আক্তার উজ্জামান ।

আমেরিকা প্রবাসী মৌলভীবাজার কারাতের রায়হান জামান রানাকে সম্মাননা স্বারক প্রর্দান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, সমাজসেবক, অভিবাবক, মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের কার্যকরি পরিষদের বিভিন্ন, সামাজিক সংগঠনের সদস্যরা প্রমুখ।