মৌলভীবাজার জর্জ কোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
- আপডেট সময় ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ৪৫৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জজকোর্ট প্রাঙ্গণে ‘এক আঙ্গুলের ইশারায়’ নামকরনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্ভোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বরণে ‘এক আঙ্গুলের ইশারায়’ ম্যূরালটি ভিডিও কনফারেন্স উদ্বোধন করেন আইনমন্ত্রী ।
এ সময় আরো বক্তব্য রাখেন, নারি ও শিশু আদালতের বিচারক আফিয়া বেগম,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান,জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, আইনজীবী সমিতির সভাপতি মো: আজাদুর রহমান,পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ।
এসময় বিচারক, পাবলিক প্রসিকিউটর ও জেলার আইনজীবী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
যে স্থানে ১৯৭১ সালে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে মৌলভীবাজারকে হানাদার মুক্ত ঘোষনা করেছেন মুক্তিযোদ্ধারা । সেই স্থানে জেলা পরিষদের অর্থায়নে ‘এক আঙ্গুলের ইশারায়’ ম্যূরালটি স্থাপন করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, এই ম্যুরালটি দেখে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হবে।