ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিল থেকে দিলরুবা জান্নাত ফাহমিদা (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফাহমিদা ওই এলাকার আকমল মিয়ার মেয়ে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান,সকালে বাড়ির পিছনে একটি বিলের মধ্যে ফাহমিদাকে মৃত অবস্থায় পায় তার পরিবারের লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহমিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, ময়ানাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানাযাবে।

ট্যাগস :