ব্রেকিং নিউজ  
                            
                            মামলা থেকে খালাস পেলেন ডা: শফিকুল ইসলাম শান্ত
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৬:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৬০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:গরিব ও এতিম কোরআনে হাফেজ ও হাফেজী পড়ুয়া ছাত্রদের ফ্রি চিকিৎসক পাইলস ও পলিপ চিককিৎসায় ২৪ বছরের অভিজ্ঞতা (আর এম.পি) ডা: মো: শফিকুল ইসলাম (শান্ত) মামলা থেকে খালাশ পেয়েছেন।
উল্লখ্যে মৌলভীবাজার বিগত ১৯/১০/২০২০ইং তারিখে মোঃ শফিকুল ইসলাম শান্তকে অভিযুক্ত সাব্যস্থ করিয়া মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ (১) ও আইনের ২৯ (১) ধারায় অবৈধভাবে মেডিকেল ডিগ্রি ব্যবহার করার অপরাধ ও বি.এম.ডি.সি আইনের অধীনে নিবন্ধন না নিয়ে চিকিৎসা ও প্রতারনার অপরাধে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উক্ত আদেশের প্রেক্ষিতে আসামী শফিকুল ইসলাম শান্ত মাননীয় আদালতে আপীল মামলা দায়ের করিলে উক্ত আপীলের আলোকে মাননীয় আদালত শফিকুল ইসলাম শান্তকে মামলার দায় হইতে খালাস প্রদান করেন।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			























