সম্মেলনকে সামনে রেখে জেলা যুবলীগের মৌলভীবাজারে আনন্দ মিছিল
- আপডেট সময় ০৫:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ৪৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর শনিবার শহীদ মিনার প্রাঙ্গনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি বিকাশ ভৌমিক, মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী ফহিম, সুজিত দাস, শামীম আহমদ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, মুমিত আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমেল দাশ যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ প্রমুখ।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলার যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১০ই অক্টোবর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।



















