জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার পাচ্ছেন মেয়র ফজলুর রহমান
- আপডেট সময় ০৩:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১২৫৪৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কারের জন্য মনোনীত হলেন ফজলুর রহমান। আগামী ১৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস, ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১১ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল মোঃরাশেদুল হাসান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়।এ অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার প্রদান করা হবে।
এ অবদানের জন উপপরিচালক, স্থানীয় সরকার, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনিত হয়েছেন তারা হলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, স্থানীয় সরকার রংপুরের উপপরিচালক, মোছাঃ জিলুফা সুলতানা, কিশোরগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, যশোরের মোঃ হুসাইন শওকত, দিনাজপুরের মোঃ মোখলেছুর রহমান ও মৌলভীবাজার স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে।
তাছাড়া যেসব চেয়ারম্যানগণ মনোনিত হয়েছেন তারা হলেন, রাইসুল হাসান, ধামাইনগর ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, এস এম আতাউল মোস্তফা সোহেল, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ, মাধবপুর, হবিগঞ্জ।
এ পুরস্কারের জন্য মনোনীত মেয়রদের মধ্যে আছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান । এই বিজ্ঞপ্তিতে তাদেরকে আগামী ১৬ অক্টোবর রবিবার সকাল ১০.০০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।