মৌলভীবাজারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আপডেট সময় ০২:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ৫৩৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় ও মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানা।
এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল উপজেলার উপ -সহকারী প্রকৌশলীগণ, উন্নয়ন সহযোগী সূচনার,ব্রাক ওয়াস কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে জেলার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাফিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়ার প্রদর্শনী এবং সাবান বিতরণ করা হয়।