ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৬৭টি দলিল ভূমিহীনদের মাঝে হস্তান্তর মৌলভীবাজারে বৈষম্য বিরোধী মামলায় রাজন গ্রে/ফ/তা র বিওয়াইসিএফ মৌলভীবাজার জেলা কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল বাচ্চু সভাপতি, সজল সম্পাদক নির্বাচিত আত্মহত্যা ছাড়া আমার উপায় নেই, সংবাদ সম্মেলনে পাওনাদার তুহিন আ. লীগের মন্ত্রী-এমপি পালিয়েছে কিন্তু তাদের বীজ রেখে গেছে কুলাউড়ায় জে কে গউছ মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার কুলাউড়ায় বিএনপির কাউন্সিল,৫ পদে ১৭ প্রার্থীর লড়াই শেরপুরে ঐতিহ্যের ছন্দে বৈঠার মহোৎসব নৌকাবাইছ প্রতিযোগিতা

এবার রাজনীতিতে মাহিয়া মাহি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

আলোচিত চিত্রনায়িকা, প্রাক্তন সিলেটি বধূ মাহিয়া মাহি এবার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। বুধবার রাতে এই খবর অভিনেত্রী নিজেই তার ফেসবুকে শেয়ার করেন।

কিন্তু কোন দলে ভিড়লেন ‘পোড়ামন’ নায়িকা? এই প্রশ্নের জবাব মাহির দেওয়া পোস্টেই রয়েছে। তার স্বামী রাকিব সরকার গাজীপুরের রাজনীতিক পরিবারের সন্তান। বহুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাহি এর বাইরে যান কীভাবে! তাই তিনিও ভিড়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে।মাহি তার পোস্টে জানিয়েছেন, তিনি এই সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে মাহি পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। অন্যদিকে রাজশাহী বিভাগীয় কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে লেখা এ সংক্রান্ত দুটি চিঠি অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট করেছেন। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহি।

এদিকে বৃহস্পতিবার মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রাকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন নায়িকা। স্বামী রাকিব তাকে বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধুর মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন।

এর আগে গত ১০ অক্টোবর রাতে স্বামী রাকিব সরকারের পক্ষে গাজীপুরের বাসন থানার বিভিন্ন জায়গায় পোস্টার লাগান মাহি। গত ২০ অক্টোবর বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু পাননি। রাকিব বর্তমানে থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় গত ১২ সেপ্টেম্বর অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। বর্তমানে মাহি চার মাসের অন্তঃসত্ত্বা। বন্ধ রেখেছেন সিনেমার কাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এবার রাজনীতিতে মাহিয়া মাহি

আপডেট সময় ০৩:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

আলোচিত চিত্রনায়িকা, প্রাক্তন সিলেটি বধূ মাহিয়া মাহি এবার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। বুধবার রাতে এই খবর অভিনেত্রী নিজেই তার ফেসবুকে শেয়ার করেন।

কিন্তু কোন দলে ভিড়লেন ‘পোড়ামন’ নায়িকা? এই প্রশ্নের জবাব মাহির দেওয়া পোস্টেই রয়েছে। তার স্বামী রাকিব সরকার গাজীপুরের রাজনীতিক পরিবারের সন্তান। বহুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাহি এর বাইরে যান কীভাবে! তাই তিনিও ভিড়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে।মাহি তার পোস্টে জানিয়েছেন, তিনি এই সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে মাহি পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। অন্যদিকে রাজশাহী বিভাগীয় কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে লেখা এ সংক্রান্ত দুটি চিঠি অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট করেছেন। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহি।

এদিকে বৃহস্পতিবার মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রাকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন নায়িকা। স্বামী রাকিব তাকে বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধুর মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন।

এর আগে গত ১০ অক্টোবর রাতে স্বামী রাকিব সরকারের পক্ষে গাজীপুরের বাসন থানার বিভিন্ন জায়গায় পোস্টার লাগান মাহি। গত ২০ অক্টোবর বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু পাননি। রাকিব বর্তমানে থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় গত ১২ সেপ্টেম্বর অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। বর্তমানে মাহি চার মাসের অন্তঃসত্ত্বা। বন্ধ রেখেছেন সিনেমার কাজ।