জুড়ীতে ৬৪ হাজার ৮০০ ডিম উদ্ধার, আটক – ৫
- আপডেট সময় ১২:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৩৫৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছিনতাইকারীদের ৬৪ হাজার ৮০০পিছ ডিম উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। ছিনতাইকারীদের কবল থেকে ডিম ব্যবসায়ী সুমন মিয়া ও চালকসহ ট্রাক উদ্ধার করে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকালে একটি ট্রাকে ভর্তি ৬৪হাজার ৮০০ডিম উদ্ধার ও ডিম ব্যবসায়ী সুমন মিয়া, ডিম বহনকারী ট্রাকের চালক ডাবলু মিয়াকে উদ্ধার করে পুলিশ। এসময় ডিম ছিনতাইয়ের সাথে জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে রাজশাহী থেকে ডিম বুঝাই করা একটি ট্রাক নিয়ে সিলেটের বিয়ানীবাজারের উদ্যেশ্যে যাবার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের পূর্ব জালালাবাদ নামক স্থানে পৌঁছালে একদল ছিনতাইকারী ট্রাকটি থামিয়ে ডিম ব্যবসায়ী সুমন মিয়াকে চাকু দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তোলে নেয়। এসময় ছিন্তাইকারী দলের অন্য সদস্যরা ডিমভর্তি ট্রাকটি চালককে জি¤িœ করে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী রাস্তার পাশে নিয়ে যায়। পরে ট্রাক থেকে ডিম পিক আপ গাড়িতে আনলোড করতে থাকে। অন্যদিকে দিকে ছিন্তাইকারীর আরেকটি দল ডিম ব্যবসায়ী সুমন মিয়াকে তোলে নিয়ে ছিন্তাইকারী দলের সদস্য আবু সুফিয়ানের গ্রামের বাড়ি জুড়ীর গোবিন্দপুরে নিয়ে যায়।
সেখানে ব্যবসায়ী সুমনকে মারধর করে সুমন মিয়ার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, তার কাছে থাকা বিভিন্ন ব্যাংকের ৬টি এটিএম কার্ড, ৩টি চেক ও ৩টি সাদা স্টাম্পে জুরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয়। একপর্যায়ে জুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসাররফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডিম ব্যবসায়ী সুমন মিয়া, ট্রাকের চালক ডাবলু মিয়াকে উদ্ধার করে পুলিশ। এছাড়াও ছিনতাইকারীদের কাছ থেকে ৬৪ হাজার ৮০০পিছ ডিম ব্যবসায়ী সুমন মিয়ার এটিএম কার্ড, নগদ টাকা ও স্টাম উদ্ধার করে পুলিশ। এঘটনার সাথে জড়িত আবু সুফিয়ান, শাহীন আহমদ,সোহেল আহমদ, আফিয়ান আহমদ ও ইলিয়াস হোসেনসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।
জুড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গেপ্তারকৃত ৫ ছিনতাইকারী সহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে জুড়ী থানায় মামলা।নং- ০১(১১)২২ দায়েরের পর আটককৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।