ব্রেকিং নিউজ  
                            
                            মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাদি আর নেই
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৩:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ৮৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত মাহফুজুর রহমান সাদি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার ১১ নভেম্বর দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় সে মৃত্যুবরণ করে।
উল্লেখ্য গত ৭ নভেম্বর বিকাল ৩ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার জুগিডহর এলাকায় বোরহান ও সাদি মোটরসাইকেল যুগে শহরে আসছিল তখন জুগিডর এলাকায় ট্রাফিক পুলিশ তাদেরকে সিগন্যাল দে তারা মোটরসাইকেল নিয়ে সিগনাল অমান্য করে চলে আসে এসময় একটি বাসের সাথে ধাক্কালেগে ঘটনাস্থলে বোরহানের মৃত্যু হয় ও গুরুত্বর আহত হয় শাহেদ।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			

















