মৌলভীবাজার ইমজার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গণমাধ্যেমে কুটির চিঠি
- আপডেট সময় ০৩:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ৪৫২ বার পড়া হয়েছে
প্রিয় সহকর্মী বৃন্দ শুভেচ্ছা জানবেন আপনারা ইমজার সম্মানিত ভোটার, আমি সালেহ এলাহী কুটি ।
এবছর ইমজার সভাপতি পদ প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছি, যাচাই বাছাই করে আমার প্রার্থীতা বহাল রয়েছে। আমি চেয়েছিলাম নির্বাচন কমিশনের নিকট প্রার্থীতা প্রত্যাহার করতে কিন্তু ভুলক্রমে প্রত্যাহার করতে পারিনি।
এমতাবস্থায় আমি ইমজার কার্যনির্বাহী পরিষদে না থাকার ইচ্ছা থেকে আপনাদের কাছে আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। আমাকে ভোট না দিয়ে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন সেই অনুরোধ আপনাদের প্রতি।
সালেহ এলাহী কুটি জেলা প্রতিনিধি দেশ টিভি।
আজ সোমবার (২৮ নভেম্বর) রাতে মৌলভীবাজার২৪ ডট কমকে সালেহ এলাহী কুটি নিজেই ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য আগামি ৩০ নভেম্বর মৌলভীবাজার প্রেসক্লাবে ইমজার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।