কুয়েতে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৩:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ৩১৯ বার পড়া হয়েছে
মোঃ আলাল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে আগামী ১০শে ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে শুক্রবার রাত ৯টায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়, কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম এনামের সভাপতিত্বে ও লিটন মিয়াজির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন সোহেব আহমদ, শওকত আলী, ওয়ালী উল্যাহ ওয়ালী। আশফাকুল হক, সফিকুর রহমান, মমিন উল্যাহ পাঠোয়ারী, মোশারফ হোসেন, মোস্তফা,গোল্ডেন সেলিম আব্দুল মুহিত, কবি নুর আব্দুল কাদেরসহ আরো অনেকে।
বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম,আহাম্মদ আলী রানা,কোরবান আলী চান মিয়া হাসান,শের আলী খান,জাফর ইকবাল পলাশ,নজরুল ইসলাম সবুজ প্রমুখ। বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।