জুড়ীতে বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার উদ্বোধন
- আপডেট সময় ১২:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১৯০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জুড়ীতে “বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার” এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ ই ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবের ২য় তলায় এ গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,সহকারী কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী,উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া,জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম ,জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি বলেন, জাতির জনকের নামে এই গন্থাগার জুড়ীর মানুষের মনে বই পড়ার আগ্রহ বাড়াবে,বই পড়ার মাধ্যমে মানুষ নতুন নতুন জ্ঞান আহরন করবে।অল্প সংখ্যক বই দিয়ে শুরু হলেও একটা সময় হাজার হাজার বই থাকবে এই গ্রন্থাগারে।