শুক্রবার মৌলভীবাজারের থাকবে না গ্যাস
- আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ৫০২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) অধিভুক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের আওতাধীন সঞ্চালন পাইপলাইন সম্পাদন করা হবে।
জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক বিল্পব বিশ্বাস মৌলভীবাজার২৪ ডট কমকে নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজের সময় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল নেটওয়ার্কের আওতায় জেলার সব গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নেটওয়ার্কে রয়েছে বড়লেখা ও কুলাউড়া উপজেলা ব্যতীত জেলার সকল গ্যাস সংযোগ। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল শহর ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।