এডুকেশন কেয়ার’র উদ্যোগে মৌলভীবাজারে‘এডুকেশনাল এক্সপো অনুষ্ঠিত
- আপডেট সময় ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ২৬৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ স্বনামধন্য ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ‘এডুকেশন কেয়ার’র উদ্যোগে উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ‘এডুকেশনাল এক্সপো’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে শহরের জাহাঙ্গীর কমিনিউটি সেন্টারে প্রতিষ্ঠানটির উদ্যোগে দিনব্যপী এই ‘মাল্টি ডেস্টিনেশন এডুকেশনাল এক্সপো’ অনুষ্ঠিত হয়।
এতে আগামী সেশনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য যেতে ইচ্ছুক কযেক শ শিক্ষার্থী অংশ নেন।
এডুকেশনাল এক্সপো’-তে বিদেশে পড়াশোনার জন্য করার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এসব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর্থিক স্বচ্ছলতা, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ইংরেজি যোগ্যতা, শিক্ষার্থীর সঙ্গে তার পরিবারের সদস্যদের নেয়ার সুযোগ আছে কি না, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকরণের সময় কতদিন লাগবে, উল্লিখিত দেশগুলো থেকে কোনটিতে গেলে কী সুবিধা, পড়াশোনা শেষ করে বিদেশে ভবিষ্যৎ গড়া ও ভিসা আবেদনসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি এস কে মুহিত রাজা,সিইও মোহাম্মদ রুমান আহমেদ, ডিরেক্টর মামুনুর রহমান,সিইও আবদুল্লাহ আল নুমান প্রমুখ।