লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন অনুষ্ঠিত
insurance news more article
মৌলভীবাজার২৪ ডেস্ক:
যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক ও কমিউনিটি সংগঠন ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রবাসে কমিউনিটির উন্নয়নে এবং বাংলাদেশে মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত এই সংগঠন প্রতিষ্ঠার শুরুতেই মৌলভীবাজাার সরকারি হাসপাতালে পরিস্কার- পরিছন্ন অভিযান করা সহ অসহায় গরিব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করার মাধ্যমে আত্তপ্রকাশ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে.।বৃটেনের বিভিন্ন শহর থেকে আহত বিপুলসংখ্যক মৌলভীবাজার জেলাবাসীর সতস্ফুত অংশগ্রহণে ও বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অতিসম্প্রতি সেন্ট্রাল লন্ডনের একটি রেষ্টুরেন্টের কনফারেন্স হলে ইউনিটি অব মৌলভীবাজারের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


insurance news more article