mb

করোনা ভাইরাসে মানুষকে সচেতন করতে মৌলভীবাজারে সেনাবাহিনী

1,822

মৌলভীবাজার২৪ ডট কমঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায়  কাজ শুরু করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার  (২৬ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় টহল দেয় সেনা সদস্যরা।

ক্যাপ্টেন রায়হান এর নেতৃত্বে হ্যান্ডমাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখা, লিফলেট বিতরণ এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।

শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মুদি দোকান এবং ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রয়েছে। পাশাপাশি নিত্যপণ্য মজুদ ও মূল্য বৃদ্ধি ঠেকাতেও সেনা সদস্যরা সহায়তা করবেন বলে জানা যায়।

তবে জেলা ও উপজেলা শহর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

 

 

10